দেশ

সাফল্যের হ্যাটট্রিক। চলতি বছরে এই নিয়ে তিনবার সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো।

সাফল্যের হ্যাটট্রিক। চলতি বছরে এই নিয়ে তিনবার সফলভাবে উৎক্ষেপণ করল ইসরো। স্বাধীনতা দিবসের পর দিনই সফলভাবে মহাকাশে পাঠানো হল SSLV-D3কে। শুক্রবার সকালে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর নতুন মিশন। মাত্র ১৩ মিনিটের মধ্যেই কক্ষপথে যথাযথভাবে জায়গা করে নিয়েছে ইসরোর দুটি স্যাটেলাইট। ১৬ আগস্ট সকাল ৯ টা ১৭ মিনিটে পাড়ি দেয় জোড়া স্যাটেলাইট। SSLV-D3 প্রোগ্রামের অন্তর্ভুক্ত আছে EOS-08 স্যাটেলাইট, যেটি নানাভাবে পৃথিবীর ছবি তোলা এবং নজরদারির কাজ করবে। তার সঙ্গে রয়েছে SR-0 ডেমোস্যাট প্যাসেঞ্জার স্যাটেলাইট। তার ফলে আগামী দিনে খুব কম খরচে বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে ইসরো। ফলে মহাকাশ বাণিজ্যে আরও সাফল্য পাবে ভারতের সংস্থা।

Leave a Comment

Home
ট্রেন্ডিং
ভিডিও
Live
Contact